মধ্যরাতে হাতিরঝিলে নারী ফুটবলারদের ঝমকালো সংবর্ধনা
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। গৌরবময় এ অর্জনকে স্মরণীয় করে রাখতে মধ্যরাতেই আয়োজন করা হয় জমকালো সংবর্ধনার।
রবিবার (৬ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে দলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ অন্যান্য ক্রীড়াবিদ ও সংগঠকরা। মধ্যরাতেও ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।
এর আগে, রাত পৌনে ২টার দিকে মিয়ানমার থেকে দেশে ফেরে বাংলাদেশ নারী দল। ফিরেই পায় ভালোবাসার এমন বর্ণাঢ্য অভ্যর্থনা।
তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনা আয়োজনের কারণ, দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা পরদিন সকালেই ভুটানের ঘরোয়া লিগে খেলতে রওনা দেবেন। রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রও যাচ্ছেন অচিরেই।
এবারের বাছাইপর্বে বাংলাদেশ পড়েছিল তুলনামূলক শক্তিশালী গ্রুপে- যেখানে বাহরাইন ও মিয়ানমার ছিল র্যাঙ্কিংয়ে যথাক্রমে ৯২ ও ৫৫ নম্বরে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১২৮ নম্বরে।
আরও পড়ুন: সাকিবের গ্লোবাল সুপার লিগ যাত্রা শুরু দুবাই থেকে
তবে মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলার মেয়েরা। বাহরাইনকে হারিয়েছে ৭-০ গোলে, মিয়ানমারকে ২-১ গোলে এবং তুর্কমেনিস্তানকে বিধ্বস্ত করেছে ৭-০ ব্যবধানে।
মিয়ানমারের মাটিতে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের বাছাইপর্বে শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে জয় নিশ্চিত করে ইতিহাস গড়ে বাংলাদেশ। এর মাধ্যমে ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২১তম এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় তারা।
বাংলাদেশ ছাড়াও ইতোমধ্যে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে- অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইনস, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








