News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২১, ২৪ নভেম্বর ২০২৫
আপডেট: ১০:২২, ২৪ নভেম্বর ২০২৫

আগামী বছর এশিয়ান কাপে প্রথমবার খেলবে বাংলাদেশের নারী দল

আগামী বছর এশিয়ান কাপে প্রথমবার খেলবে বাংলাদেশের নারী দল

ছবি: সংগৃহীত

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশের নারী ফুটবল দল। এই আসরের প্রস্তুতির জন্য ‘মিশন অস্ট্রেলিয়া’ ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

রবিবার (২৩ নভেম্বর) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মিশন অস্ট্রেলিয়ার আসল প্রস্তুতি আমাদের ম্যাচ খেলার ওপর নির্ভর করবে। জাতীয় দল যত বেশি ভালো মানের প্রীতি ম্যাচ খেলতে পারবে, ততই এশিয়ান স্টেজে উপকৃত হবে।”

এর মধ্যে গত অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে দল। এবার ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে তিন জাতি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। বাংলাদেশ দল ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে। দুই অতিথি দল ২৯ নভেম্বর একে অপরকে মুখোমুখি হবে।

প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে। তাবিথ আউয়াল জানান, “অস্ট্রেলিয়াতে কিছু ক্লোজ-ডোর প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করব, যাতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সহায়তা হয়।”

আরও পড়ুন: ২৬ মাস পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে পগবা

তিনি আরও বলেন, নতুন কমিটির অধীনে মেয়েরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। নারী লিগ চালু রাখার মাধ্যমে মেয়েদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়