নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
ফাইল ছবি
চলতি নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এসেছে প্রায় ৯ কোটি ৭০ লাখ ডলার।
রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম ২২ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যে- রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো পেয়েছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার, বিদেশি খাতের ব্যাংকগুলো পেয়েছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী- ১৬–২২ নভেম্বর এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার, ৯–১৫ নভেম্বর এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার, ২–৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার, ১ নভেম্বর একদিনেই এসেছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে রেমিট্যান্স আয় ছিল- অক্টোবর: ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার
আরও পড়ুন: নভেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩০.৭ শতাংশ
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এসেছে। হুন্ডি প্রতিরোধ, সরকারি প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থায় উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহ মজবুত অবস্থানে আছে। মাসজুড়ে একই গতি থাকলে নভেম্বর শেষে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








