‘আজ ভূমিকম্পে যে তীব্র ঝাঁকুনি, তা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ’
ছবি: সংগৃহীত
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জনিয়েছেন, বাংলাদেশে আজ ভূমিকম্পে যে তীব্র ঝাঁকুনি হয়েছে, তাকে এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, ইউরোপিয়ান সিসমোলোজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬।
এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটিকে মাঝারি মাত্রার বলছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। কেন্দ্রস্থল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ১০ কিলোমিটার।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বের হন। প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
আরও পড়ুন: ভূমিকম্পে ঢাকায় ৩ জনের মৃত্যু
পার্শ্ববর্তী দেশ ভারতেও এর প্রভাব পড়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা এবং আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








