অনলাইন কেনাকাটায় নতুন এআই সুবিধা যুক্ত করল গুগল
ছবি: সংগৃহীত
অনলাইন কেনাকাটাকে আরও স্বয়ংক্রিয় ও ঝামেলাহীন করতে গুগল তাদের শপিং প্ল্যাটফর্মে যুক্ত করেছে বেশ কয়েকটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) সুবিধা। সার্চ থেকে শুরু করে পণ্য বাছাই ও পেমেন্ট-সব ধাপেই এসব ফিচার ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করে তুলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন হালনাগাদে যুক্ত হয়েছে দোকানে স্বয়ংক্রিয় কল করার ফিচার। ব্যবহারকারী কোনো পণ্য নিয়ার মি' নিয়ার মি লিখে খুঁজলে ‘লেট গুগল কল’ অপশন দেখা যায়। এরপর গুগল ব্যবহারকারীর পক্ষ থেকে নিকটস্থ দোকানে ফোন করে জানিয়ে দেয়: পণ্যের দাম, প্রাপ্যতা, সেবাসংক্রান্ত তথ্য।
কলফোবিয়া থাকা ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য ফিচারটি বিশেষ কার্যকর। বর্তমানে খেলনা, বৈদ্যুতিক পণ্য ও বিউটি ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে এই সেবা পাওয়া যাচ্ছে। তবে ইন্ডিয়ানা, লুইজিয়ানা, মিনেসোটা, মনটানা ও নেব্রাস্কায় এখনো সেবা চালু হয়নি।
ব্যবসা প্রতিষ্ঠান চাইলে তাদের গুগল বিজনেস প্রোফাইল থেকে স্বয়ংক্রিয় কল গ্রহণ না করার সিদ্ধান্ত নিতে পারবে।
গুগল চালু করেছে নতুন এআইভিত্তিক চেকআউট অ্যাসিস্ট্যান্ট। এতে-
নির্দিষ্ট পণ্যের দাম ও প্রাপ্যতা ট্র্যাক করা যায়
দাম ব্যবহারকারীর নির্ধারিত সীমার নিচে নামলে নোটিফিকেশন পাওয়া যায়
রং, মাপ বা ভ্যারিয়েন্ট অনুযায়ী আলাদা সতর্কবার্তা সেট করা যায়
আরও পড়ুন: ক্লাউডফ্লেয়ার ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল
ব্যবহারকারী অনুমতি দিলে এআই নিজেই গুগল পে ব্যবহার করে পণ্য কিনে দিতে পারে। কেনার আগে ঠিকানা ও ডেলিভারি- সংক্রান্ত তথ্য ব্যবহারকারীর কাছ থেকে নিশ্চিত করা হয়। প্রথম ধাপে এই সুবিধা যুক্তরাষ্ট্রে সীমিত আকারে চালু হয়েছে।
গুগল আরও চালু করেছে ভার্চুয়াল ফিটিং রুম ফিচার। ব্যবহারকারী নিজের ছবি আপলোড করলে নির্বাচিত পোশাক পরে কেমন দেখাবে- তা আগেই দেখে নিতে পারবেন। সূত্র: ম্যাশেবল
নিউজবাংলাদেশ.কম/এসবি








