News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ১৯ নভেম্বর ২০২৫
আপডেট: ০৯:২৫, ১৯ নভেম্বর ২০২৫

বড়পর্দায় অভিষেক তানজিন তিশার, প্রকাশ হলো ফার্স্ট লুক

বড়পর্দায় অভিষেক তানজিন তিশার, প্রকাশ হলো ফার্স্ট লুক

তানজিন তিশা। ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। এ বছরই মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন, থ্রিলার ঘরানার সিনেমা ‘সোলজার’।

সোমবার (১৮ নভেম্বর) প্রকাশ হয়েছে তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

পোস্টারে কেন্দ্রে দেখা যায় তিশাকে। পরনে সাদা স্লিভলেস টপ ও গ্রে-অ্যাশ রঙের প্যান্ট; পেছনে ফিরে তাকানো ভঙ্গিতে ফুটে উঠেছে শক্ত, নির্ভীক এক নারীর উপস্থিতি। চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে থাকা ক্যামেরা দেখে অনেকেই অনুমান করছেন-সিনেমাটিতে তিশার চরিত্রটি হতে যাচ্ছে কৌশলী ও সাহসী। এমন লুকে তাঁকে এর আগে দেখা যায়নি।

পোস্টারটি প্রকাশের পর তিশা নিজেও সামাজিক মাধ্যমে লিখেছেন, “আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়োজিত।” তবে দর্শকদের প্রতিক্রিয়া এসেছে মিশ্র। কেউ প্রশংসা করলেও অনেকে পোস্টারটি পছন্দ না হওয়ার কথাও জানিয়েছেন।

মন্তব্যের ঘরে কেউ কেউ ধারণা করেছেন, ‘সোলজার’-এ তিশাকে দেখা যেতে পারে একজন সাংবাদিকের চরিত্রে।

সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত এই সিনেমায় শাকিব খান ও তানজিন তিশার সঙ্গে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।

আরও পড়ুন: সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঈদকেন্দ্রিক মুক্তির বাইরে অন্য সময় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক।

সর্বশেষ

পাঠকপ্রিয়