সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাজির করা হয়।
এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনসহ তিনজন আসামি রয়েছেন। মামুন ইতিমধ্যেই দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
ট্রাইব্যুনালের প্রধান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশন এই মামলায় মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যাকাণ্ড, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ দাহ।
মামলায় মোট ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ৩ আগস্ট এবং শেষ হয় ৮ অক্টোবর। এরপর ২৩ অক্টোবর যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনার মামলার রায় আজ
রায় ঘোষণার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যরা মোতায়েন রয়েছেন। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের ওপর আইনসম্মতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








