শেখ হাসিনার রায় ঘিরে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার দিন হিসেবে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকা উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর)সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত দেখা গেছে, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি মিলিতভাবে আদালতপাড়া ও গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান নিয়েছেন। পথচারীকে থামিয়ে পরিচয়পত্র ও ব্যাগপত্র পরীক্ষা করা হচ্ছে। মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখা, হাঁটতে থাকা মানুষের উদ্দেশ্য জিজ্ঞাসা করা- সবই হচ্ছে বহুস্তর নিরাপত্তার অংশ।
মাজার গেট এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি সবচেয়ে দৃশ্যমান। র্যাবের অতিরিক্ত সদস্য আদালতপাড়ার ভেতরে মোতায়েন এবং বিজিবি চারপাশে টহল দিচ্ছে। এক নারী আইনজীবী জানান, তাকে দুইবার ব্যাগ পরীক্ষা করতে হয়েছে; এমন দিন আগে কখনো দেখেননি।
আদালতপাড়ার দোকানকর্মীরা বলছেন, সকাল থেকেই পরিবেশ অন্যরকম; পথচারীদের প্রতিটি স্থানে লক্ষ্য করা হচ্ছে। ট্রাইব্যুনালের ভেতরও অনুমোদন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাসদস্য জানান, আজ ছাড়ের কোনো সুযোগ নেই।
আরও পড়ুন: সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে
রায় বড় পর্দায় সম্প্রচার করার কারণে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা টিমও মোতায়েন রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








