শাকিব খানের `প্রিন্স`-এ তাসনিয়া ফারিণ চূড়ান্ত
এরপর থেকেই গুঞ্জন ছিল, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে নতুন ছবি ‘প্রিন্স’-এ অভিনয় করতে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। এতদিন এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল ছবির নির্মাতারা, তবে এবার নিশ্চিত খবর এসেছে- ‘প্রিন্স’-এর নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণই চূড়ান্ত।