News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ১৫ নভেম্বর ২০২৫
আপডেট: ০৯:৪৬, ১৫ নভেম্বর ২০২৫

বারী সিদ্দিকীকে স্মরণে বিশেষ আয়োজন ১৭ নভেম্বর

বারী সিদ্দিকীকে স্মরণে বিশেষ আয়োজন ১৭ নভেম্বর

বারী সিদ্দিকী। ফাইল ছবি

বাংলাদেশের প্রখ্যাত লোক ও আধ্যাত্মিক গানের শিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর ৭২তম জন্মদিন শনিবার (১৫ নভেম্বর)। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে স্মৃতিচারণ, আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

সোমবার (১৭ নভেম্বর)  বিকেল ৫টায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে এ আয়োজন করবে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি ফিরোজ হায়দার খান। উদ্বোধন করবেন অতিথি গ্রুপের পরিচালক নূর নবী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, স্মৃতি পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনির হোসেন খান, বাংলাদেশ কমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জহিরুল আলম এবং অভিনেতা ডি এ তায়েব।

এ আয়োজনে পারফর্ম করবেন আশরাফ উদাস, শফি মন্ডল, শাহনাজ বেলী, রাজীব, পলাশ, মুনির বাউলা, পারভেজ খানসহ অনেকে।

বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কণ্ঠশিল্পী প্রিন্স আলমগীর বলেন, “বারী সিদ্দিকী শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন আত্মার গায়ক। তাঁর গান আজও মানুষের হৃদয়ে সুর তোলে, আধ্যাত্মিকতার আলো জ্বালায়। নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আশা করছি আয়োজনটি সফলভাবে শেষ করতে পারব।”

আরও পড়ুন: “লেজেন্ডস লাইভ ইন ঢাকা” বাতিল

উল্লেখ্য, বারী সিদ্দিকীর জন্ম নেত্রকোনায়। শৈশব থেকেই গান ও বাঁশির সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘আমি একটা জিন্দা লাশ’সহ অসংখ্য জনপ্রিয় গানের এই কিংবদন্তি শিল্পী ২০১৭ সালের ২৪ নভেম্বর মারা যান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়