এক দিনে পাঁচ খেলায় ব্যস্ত বাংলাদেশ
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রীড়া দর্শকদের জন্য একটি বিশেষ দিন। একসঙ্গে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ, যার মধ্যে দেশের তিনটি প্রধান দলীয় খেলা-ক্রিকেট, হকি ও ফুটবল একই দিনে মাঠে নামছে। এই মিলন ক্রীড়ামোদীদের জন্য আনন্দের মুহূর্ত এনে দিচ্ছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্টের তৃতীয় দিনটি চলছে এবং দুইটি সেশন শেষে হকি ম্যাচ শুরু হবে। বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে দুপুর ২টায় বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই অনুষ্ঠিত হবে। ক্রিকেটের খেলা ও হকি ম্যাচ প্রায় একই সময়ে শেষ হওয়ার পর খেলোয়াড় ও দর্শকরা কিছুক্ষণ বিশ্রামের সুযোগ পাবেন।
দিনের সমাপ্তি হবে রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে। ফুটবল ফিফা উইন্ডো সীমিত হওয়ায়, সাধারণত বছরজুড়ে দেশের খেলোয়াড়রা সাত-আটটি ম্যাচ খেলেন। এর মধ্যে আজকের খেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হকিতে দীর্ঘদিনের বিরতি শেষে সিনিয়র দল আজ মাঠে নামছে; এ ২০২৩ এশিয়ান গেমসের পর প্রথম আন্তর্জাতিক লড়াই।
আরও পড়ুন: জয়-মুমিনুলের জুটি, সাদমানের ফিফটিতে লিডে বাংলাদেশ
তিন শীর্ষ দলীয় খেলার পাশাপাশি ব্যক্তিগত নির্ভর ডিসিপ্লিনের খেলারও মহড়া রয়েছে। আর্মি স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড নারী একক ইভেন্টের সেমিফাইনালে লড়াই করবেন মনি। এর আগে কম্পাউন্ড মিশ্র বিভাগে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে থাকবেন হিমু ও বন্যা।
একই সঙ্গে সৌদির রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিস মিশ্র বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খৈ খৈ ও জাভেদ আহমেদ জুটি বাহরাইনের সঙ্গে মুখোমুখি হবেন। সেমিফাইনালে হারা হলেও, শীর্ষ চারে ওঠায় বাংলাদেশ টিটি দল ইতিমধ্যেই ব্রোঞ্জ নিশ্চিত করেছে।
আজকের দিনটি তাই বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে একটি বিশেষ নজির হয়ে থাকবে, যেখানে দেশীয় খেলোয়াড়রা একসঙ্গে বহু আন্তর্জাতিক মঞ্চে নামছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








