News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৬, ১২ নভেম্বর ২০২৫

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা 

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা 

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। 

বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে তার প্রেস উইং জানায়। 

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ভাষণটি বৃহস্পতিবার দুপুরেই প্রচারিত হবে। দেশের সার্বিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে সরকারি সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত’

এদিকে বৃহস্পতিবারই কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক স্থাপনা, গণপরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, উক্ত কর্মসূচিকে কেন্দ্র করেই এসব নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানান, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, মুখোশ ও হেলমেট পরিহিত ব্যক্তিরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। 

তিনি বলেন, এই হামলাগুলো কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের সদস্যদের দ্বারাই ঘটছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অনেক সময় অপ্রাপ্তবয়স্কদেরও এসব ঘটনায় ব্যবহার করা হচ্ছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, দু-একটি ঘটনায় মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই—আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে।

আগামীকাল প্রধান উপদেষ্টার ভাষণে চলমান রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা আসবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়