সোনাদিয়া দ্বীপে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ
নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) কক্সবাজার ব্যবস্থাপক আবদুল কাইয়ূম জানান, ২০২০ সাল পর্যন্ত সোনাদিয়ায় বছরে ১০ হাজারের বেশি কচ্ছপের ডিম সংগ্রহ হতো, যা এখন নেমে এসেছে প্রায় এক হাজারে। প্লাস্টিক বর্জ্য ও পর্যটকের অনিয়ন্ত্রিত আনাগোনা এর বড় কারণ।