News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৫, ২৩ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও মিছিল বাড়বে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে ছিল। গত দেড় বছরের প্রচেষ্টায় তা উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে। 

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক কর্মসূচি বেড়ে গেলেও নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণ বাধ্যতামূলক: দুদক

সভার আলোচনায় ভূমিকম্প মোকাবিলা নিয়ে বিশেষ সতর্কতার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের কোনো ব্যবস্থা দেশে নেই। কিছু দেশে মোবাইল অ্যাপ আছে, যা ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে ইঙ্গিত দিতে পারে। বাংলাদেশেও এ ধরনের প্রযুক্তি চালুর বিষয়ে চিন্তাভাবনা চলছে।

তিনি আরও বলেন, ছোট ধরনের ভূমিকম্প হলে তা মোকাবিলা করা সম্ভব, তবে বড় ধরনের বিপর্যয় হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। এজন্য নাগরিকদের সচেতন থাকার পাশাপাশি বিল্ডিং কোড কঠোরভাবে মানার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপদেষ্টা নগর পরিকল্পনার দুর্বলতা তুলে ধরে বলেন, জলাশয় ভরাট করে ফেলা হয়েছে, দাঁড়ানোর মতো খোলা মাঠও নেই। ভবিষ্যতে বড় বিপর্যয় এড়াতে রাজউককে আরও সজাগ থাকতে হবে। 

তিনি সতর্ক করেন, বিল্ডিং কোড না মানলে ভবিষ্যতে ভয়াবহ ঝুঁকি তৈরি হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়