News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ২১ নভেম্বর ২০২৫

ঢাকায় ভূমিকম্পে হেলে পড়েছে ভবন, উদ্ধারে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

ঢাকায় ভূমিকম্পে হেলে পড়েছে ভবন, উদ্ধারে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়  ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বহু ভবন হেলে পড়েছে। ঢাকার আরমানীটোলায় একটি বহুতল ভবনও হেলে পড়েছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। 

ফায়ার সার্ভিসে সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন ।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৫.৫ রিখটার স্কেলে।

আরও পড়ুন: চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত ৪

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বের হন। প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এর প্রভাব পড়েছে। এনডিটিভির খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের কলকাতা এবং আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়