News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৮, ১৯ নভেম্বর ২০২৫
আপডেট: ১৩:০৯, ১৯ নভেম্বর ২০২৫

বিজয় দিবসে এবারও প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজয় দিবসে এবারও প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গতবারের মতো এবারও মহান বিজয় দিবসে প্যারেড আয়োজন হবে না।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশের পর কিছু রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। আগের মতো বিজয় দিবস উদযাপন হবে, আগের থেকে আরও বেশি আয়োজনে।'

তিনি আরও জানান, গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড আয়োজন হবে না।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোরও ওয়াদা প্রয়োজন: সিইসি

এছাড়া, তিনি গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়ার ঘটনায় বলেন, 'এই বিষয়ে আমি প্রথমবার শুনলাম, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। পুলিশের কোনো অপরাধ হয়েছে কি না, সেটা আগে যাচাই করব।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়