News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০২, ১৮ নভেম্বর ২০২৫

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করলেন সিইসি

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করলেন সিইসি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও অন্যান্য প্রয়োজনীয় ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের সুবিধা নিশ্চিত করতে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’ চালু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

সিইসি বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপ গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে এটি ইতিহাস সৃষ্টি করেছে। এতদিন প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল; আজ সেই বঞ্চনা দূর হয়েছে।

তিনি আরও বলেন, এই অ্যাপ্লিকেশন তিন মাসের মধ্যে সম্পন্ন হয়েছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, তবে এই ঝুঁকি রয়ে গেছে। ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করাও একটি বড় চ্যালেঞ্জ। অ্যাপটিকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে সবার সহযোগিতা প্রয়োজন। আগামীতে ১৫০-এর বেশি দেশ অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন: ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিইসি প্রকাশ করেন, পোস্টাল ভোট বিডি বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে। দেশের ভেতরও যেন পোস্টাল ভোট কাভার করা যায়, তার ব্যবস্থা করা হয়েছে। কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সে ক্ষেত্রে এটি কার্যকর হবে।

তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠান গণতন্ত্রের ইতিহাসে অনন্য উদাহরণ। প্রবাসী ভোটাররা গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতুবন্ধন তৈরি করবে।

সিইসি উল্লেখ করেন যে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সাইবার আক্রমণ একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি। তবে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে যাচ্ছে। “ইসি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পোস্টাল ভোট বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে।”

নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দিতে ভোটারদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময়কাল ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রবাসী ভোটারদের পাশাপাশি আগামী নির্বাচনে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহীদের অবশ্যই সময়মতো নিবন্ধন করতে হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়