ভক্তদের চমকে দিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানি অভিনেতা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। গত শুক্রবার (১২ নভেম্বর) একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে নেমেই তাকে দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা—ফুল দিয়ে বরণ করে হোটেলে নিয়ে যাওয়ার সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুরু থেকেই হাসিখুশি ও স্বতঃস্ফূর্ত এই অভিনেতাকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা।
ঢাকায় এসে শুধু অনুষ্ঠানে যোগ দিয়েই থেমে থাকেননি আহাদ। বরং পুরো শহরের আমেজে নিজেকে মেলে ধরেছেন তিনি। নিজের ঢাকাভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ভাইরাল হওয়া ভিডিও–ছবিতে দেখা যায়—আহাদ একটি পার্কে রিকশা চালকের আসনে বসে প্যাডেল চালাচ্ছেন। ঢাকাই ঐতিহ্যের এই বাহনটি নিজ হাতে চালানোর অভিজ্ঞতা তার কাছে ছিল বেশ উচ্ছ্বাসের। রিকশা চালাতে গিয়ে তার অনাবিল আনন্দ চোখে পড়েছে ভিডিওতে।
আরও পড়ুন: বারী সিদ্দিকীকে স্মরণে বিশেষ আয়োজন ১৭ নভেম্বর
শুধু রিকশা নয়—ঢাকার জনপ্রিয় স্ট্রিট ফুড ফুচকাও চেখে দেখেছেন তিনি। রিকশা চালানো এবং ফুচকা খাওয়ার এই দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়তেই ভক্তরা কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেন।
একজন ভক্ত মজা করে লিখেছেন, সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা।
আরেকজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে মন্তব্য করেন, আপনার বাংলা উচ্চারণ খুবই সুন্দর ছিল, আমার স্বীকার করতেই হবে—আমার পছন্দের মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।
সব মিলিয়ে, ঢাকায় আহাদ রাজা মীরের উপস্থিতি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়—শহরের সংস্কৃতি, খাবার, মানুষের সান্নিধ্য ও ঐতিহ্যের সঙ্গে তার একাত্মতা ইতোমধ্যেই ভক্তদের মন জয় করেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








