News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৬, ১৫ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:০১, ১৫ নভেম্বর ২০২৫

ইন্টারনেট স্বাধীনতায় ভারত-শ্রীলংকার কাছাকাছি বাংলাদেশ

ইন্টারনেট স্বাধীনতায় ভারত-শ্রীলংকার কাছাকাছি বাংলাদেশ

ছবি: ফ্রিডমহাউস

বৈশ্বিক অনলাইন স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশের স্কোর উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪৫-এ পৌঁছেছে–যা শুধু সাত বছরের সর্বোচ্চই নয়, বরং অঞ্চলগতভাবে ভারত (৫১) ও শ্রীলঙ্কার (৫৩) কাছাকাছি অবস্থান নিশ্চিত করেছে।

এ বছর বিশ্বজুড়ে সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করে আন্তর্জাতিক নজর কেড়েছে বাংলাদেশ। ফ্রিডম হাউসের গত ১৩ নভেম্বর প্রকাশিত ‘ফ্রিডম অন দ্য নেট ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য দেখা গেছে। 

শনিবার (১৫ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশ্বের ৭২টি দেশের মধ্যে বাংলাদেশ এ বছর সবচেয়ে বেশি অগ্রগতি অর্জনকারী দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। গত বছর যেখানে দেশের স্কোর ছিল ৪০, সেখানে এবার তা এক লাফে ৪৫-এ উন্নীত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট স্বাধীনতায় এই উল্লম্ফনের মূল কারণ দুটি। প্রথমত, ২০২৪ সালের আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের ফলে দমনমূলক সরকারের অপসারণ। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সংস্কার। এই সংস্কারগুলোর মধ্যে রয়েছে: ইন্টারনেট শাটডাউন বন্ধে নীতিগত সংশোধন; বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে চ্যাটজিপিটির সেবা

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দায়িত্ব গ্রহণের পর ইন্টারনেটের স্বাধীনতা বৃদ্ধিতে একাধিক যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করেছেন। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো: নতুন টেলিকম অধ্যাদেশ পাস; সার্ভেইল্যান্স (নজরদারি) কাঠামোর মৌলিক পরিবর্তন; ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ; জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ পাস।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, এরইমধ্যে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশকে ‘বিশ্বমানের’বলে মন্তব্য করেছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়