News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১৫ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ২০০টির বেশি খাদ্যপণ্যে শুল্ক কমালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ২০০টির বেশি খাদ্যপণ্যে শুল্ক কমালেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ায় ভোক্তাদের উদ্বেগ কমাতে দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কফি, গরুর মাংস, কলা, কমলার রসসহ দৈনন্দিন ব্যবহারের নানা পণ্য রয়েছে এই তালিকায়।

হোয়াইট হাউজ জানিয়েছে, শুল্ক কমানোর সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে। ট্রাম্পের জন্য এটি একটি বড় নীতিগত পরিবর্তন, কারণ তিনি এতদিন বলেই আসছিলেন- তার আরোপিত আমদানি শুল্ক যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়াচ্ছে না।

শুক্রবার (১৪ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “শুল্ক কিছু ক্ষেত্রে দাম বাড়াতে পারে, তবে যুক্তরাষ্ট্রে প্রায় কোনো মূল্যস্ফীতি নেই।”

সম্প্রতি ভার্জিনিয়া, নিউ জার্সি ও নিউ ইয়র্ক সিটির স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পেছনে ভোটারদের জীবনযাত্রার ব্যয়- বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম- গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, এ চাপই ট্রাম্প প্রশাসনকে শুল্ক কমানোর দিকে ঝুঁকিয়েছে।

ট্রাম্প আরও জানান, তিনি আগামী বছর নিম্ন ও মধ্যবিত্ত আমেরিকানদের জন্য দুই হাজার ডলারের নগদ সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন। শুল্ক আদায়ের অর্থ থেকেই এই সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল সালভাদরের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির খসড়া প্রকাশ করেছে। এসব চুক্তি চূড়ান্ত হলে সংশ্লিষ্ট দেশের বিভিন্ন খাদ্যপণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাতিল হবে। বছরের শেষ নাগাদ আরও কয়েকটি চুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে ওয়াশিংটনের।

শুক্রবার প্রকাশিত শুল্কছাড়ের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাজারে ব্যাপক ব্যবহৃত বহু পণ্য যেগুলোর অনেকে গত বছর থেকে দুই অঙ্কে বেড়েছে। সরকারি তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর পর্যন্ত গরুর কিমার দাম বেড়েছে প্রায় ১৩ শতাংশ এবং স্টেকের দাম ১৭ শতাংশ গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন: বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

কলা ৭ শতাংশ এবং টমেটো ১ শতাংশ বেড়েছে। সর্বমোট, সেপ্টেম্বর মাসে ঘরে খাওয়ার খাবারের খরচ বেড়েছে ২.৭ শতাংশ।

হোয়াইট হাউজ বলছে, ‘পারস্পরিক বাণিজ্য সুবিধা’ বাড়ানোর অগ্রগতির অংশ হিসেবে এমন খাদ্যপণ্যের শুল্ক কমানো হয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত বা প্রক্রিয়াজাত হয় না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়