News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ১৫ নভেম্বর ২০২৫

‘২০১৪, ১৮ ও ২৪ -এর মতো নির্বাচন হলে দুর্ভোগ নেমে আসবে’

‘২০১৪, ১৮ ও ২৪ -এর মতো নির্বাচন হলে দুর্ভোগ নেমে আসবে’

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেছেন, এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তবে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে।

শনিবার (১৫ নভেম্বর)সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার জিরোপয়েন্টে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিরপেক্ষ থাকুন। আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগে প্রচারণা চালাতে পারে।”

অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছেন, সেই ওসি-এসপিসহ অনেকে পরে পালিয়ে গেছেন। “প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে, ডিআইজি, পুলিশ কমিশনার, ওসিরা চাকরি ছেড়ে সীমান্ত পেরিয়েছে”- এমন অভিযোগও করেন তিনি।

তিনি আরও বলেন, “আজ যারা ক্ষমতার অপব্যবহার করছেন, তাদের বিরুদ্ধেও যদি অভিযোগ ওঠে, তখন পালানোর পথ থাকবে না।”

নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতে যারা ঘের দখল বা মন্দির ভাঙার মতো কর্মকাণ্ড করেছে- জনগণ এবার তাদের প্রত্যাখ্যানের শপথ নিয়েছে।

আরও পড়ুন: গণভোটে ‘না’-এর অপশন কোথায়, প্রশ্ন রিজভীর

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কর্তৃত্ববাদী সরকারের কালো যুগ পেরিয়ে আমরা আজ নতুন বাংলাদেশের পথে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়