News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩২, ১৩ নভেম্বর ২০২৫

মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের: রিজভী

মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের: রিজভী

ছবি: সংগৃহীত

পরিবহন ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া এবং আগুনে মানুষ পুড়িয়ে মারা আওয়ামী লীগের সংস্কৃতি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। আপনারা দেখেছেন ৫ আগস্টের আগে ও পরে তারেক রহমান সাহেবের ভূমিকা—আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম, পরে রাষ্ট্র নির্মাণে তিনি যে প্রেরণাদায়ক বক্তব্য দিয়েছেন তা সত্যিই শিক্ষণীয়। তিনি কখনো রাজনৈতিক প্রতিপক্ষকে নোংরা ভাষায় আক্রমণ করেননি; সর্বদা স্বাভাবিক ভাষায় কথা বলেছেন।

আরও পড়ুন: রাষ্ট্রের টাকা অপচয় এড়াতে গণভোট নয়: তারেক রহমান

আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ছিল এমন এক রাজনৈতিক শক্তি, যারা মানুষের শ্বাসরোধ করে দিয়েছে। জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছিল তারা। ব্যাংকগুলো শূন্য করেছে, বড় বড় প্রকল্পের নামে অর্থ পাচার করেছে। সেই লোভেই তারা এখন ‘লকডাউনের’ নামে কর্মসূচি দিয়ে ফিরে আসতে চাইছে। আর সেই উদ্দেশ্য পূরণে আবারও আগুন দিয়ে মানুষ হত্যা করছে।

বিএনপির এই নেতা আরও বলেন, অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করার জন্য আওয়ামী লীগ লকডাউনের নামে মানুষ পুড়িয়ে মারছে। আগুন দিয়ে মানুষ হত্যার এই সংস্কৃতি যে আওয়ামী লীগের, তা আবারও প্রমাণিত হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ এখন একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু নানা কর্মসূচি ও বিভ্রান্তিমূলক কথাবার্তার মাধ্যমে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করা হলে, ৫ আগস্টের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়