News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫২, ১৩ নভেম্বর ২০২৫

রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দিন সংলাপে ইসি

রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দিন সংলাপে ইসি

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) । 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে দিনব্যাপী এই সংলাপ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। সংলাপের সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

শুরুতে ইসি সচিব আখতার আহমেদ ১১টি নির্ধারিত এজেন্ডা উপস্থাপন করেন। আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে—

  • তফসিল ঘোষণার পূর্বে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয়
  • তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন
  • আচরণবিধি অনুসারে রাজনৈতিক দলের সঙ্গে ইসির অঙ্গীকারনামা সম্পাদন
  • প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন
  • Out of Country Vote (OCV) ও In Country Postal Vote (ICPV) বাস্তবায়ন
  • তফসিল ঘোষণার পর নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা
  • বিভ্রান্তিকর তথ্য (Misinformation) ও মিথ্যা প্রচার (Disinformation) প্রতিরোধ
  • নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–এর অপব্যবহার নিয়ন্ত্রণ
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে বৈষম্য এড়ানো
  • ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণায় ব্যবহার না করা
  • AI–নির্মিত ভিডিও দ্বারা প্রতিপক্ষ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা

আরও পড়ুন: বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা

সকালের সেশনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অংশ নেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত বিকেল সেশনে অংশ নেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সংলাপের মূল লক্ষ্য হলো— নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনি আচরণবিধি, ভোটের পরিবেশ, আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া।

সংলাপে বিএনপি, জামায়াত ও অন্যান্য নিবন্ধিত দল পরবর্তী পর্যায়ে আলাদাভাবে অংশ নেবে। আওয়ামী লীগ এ সংলাপে আমন্ত্রণ পাচ্ছে না, কারণ দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

বর্তমানে ইসির কাছে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। বাতিল হয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে দলগুলোকে দিনব্যাপী সংলাপে অংশগ্রহণের জন্য চিঠি পাঠানো হয়। ইসি সূত্র জানায়, সংলাপের সারসংক্ষেপ প্রতিবেদনের আকারে সংরক্ষণ করা হবে, যা পরবর্তী নির্বাচনি নীতিমালা প্রণয়নে কাজে লাগবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়