News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৭, ১২ নভেম্বর ২০২৫

ধোলাইপাড়ে বাসে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

ধোলাইপাড়ে বাসে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পৌঁছায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার নিউজবাংলাদেশ ডটকমকে জানান, আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার সংবাদ পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, বাসটিতে কীভাবে আগুন লেগেছে বা কেউ ইচ্ছাকৃতভাবে দিয়েছে কিনা—তা আমরা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আরও পড়ুন: মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটির নাম বা রুট নম্বর জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় বাসটি রাস্তার পাশে পার্ক করা ছিল। তবে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও পরিবহন ভাঙচুরের পাশাপাশি একাধিক যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। 

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এসব ঘটনার পেছনে সংগঠিত নাশকতাকারী চক্র সক্রিয় থাকতে পারে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়