মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন নেভানো হলেও ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “দুপুর সাড়ে ১২টার দিকে বাসে আগুনের খবর পাওয়া যায়। আমাদের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি বলেন, আমাদের টিম ঘটনাস্থলে আছে। এখনও বিস্তারিত জানা যায়নি, তদন্ত চলছে।
ট্রাফিক মিরপুর বিভাগের এক বার্তায় জানানো হয়েছে, দুপুর আনুমানিক ১টা ৩ মিনিটে মিরপুর ১ নম্বরে সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে শতাব্দী পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা জানা যায়নি।
আরও পড়ুন: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা বিস্ফোরণ
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার পর মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাসটির সামনে এসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, একই দিন সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনাও ঘটে। সকাল ৭টা ২০ মিনিটের দিকে ওই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুপুরে মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সনি স্কয়ার ও আশপাশের এলাকায়।
পুলিশ বলছে, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে এবং দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








