মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা ছোড়া হয়েছে এবার। সেন্ট যোসেফ স্কুলের ফটকে হাতবোমা বিস্ফোরণের তিন দিনের মাথায় মঙ্গলবার রাতে কাছের প্রিপারেটরি স্কুলে এ হামলা করা হয়েছে। এতে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আতঙ্ক ছড়িয়েছে।
বিষয়টি মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। তবে কেউ হতাহত হননি।”
সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, রাত ১২টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন এসে পরপর দুটি পেট্রোল বোমা স্কুলের ভেতরে ছুড়ে দিয়ে পালিয়ে যায়।
তার আগে মোটরসাইকেল দুটিকে ওই এলাকায় একবার ঘুরতে দেখা যায়। দুই মোটরসাইকেলের চালকদের মাথায় হেলমেট ছিল। আর পেছনের আরোহীর মাথায় ছিল ক্যাপ, মুখে মাস্ক।
অক্টোবরে সড়কে ঝরল ৪৬৯ প্রাণ, আহত ১২৮০: যাত্রী কল্যাণ সমিতি
মোহাম্মদপুরের আসাদ এভিনিউর এক সড়কেই পাঁচটি স্কুল। রোববার সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ফটকে ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক ছড়ায়।
সেন্ট যোসেফ স্কুলের এক পাশে এসএফএক্স গ্রিন হেরাল্ড স্কুল, আরেক পাশে সেন্ট পল স্কুল। আর সেন্ট যোসেফের উল্টো পাশে ওয়াইডব্লিউসিএ গার্লস স্কুল।
এই স্কুল থেকে আধা কিলোমিটারের মধ্যেই রয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি, সামারফিল্ড, টাইনি টটস, লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলসহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান।
এসব স্কুলে শিশু শ্রেণি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করছে।
এর আগে, সকালে মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় ককটেল হামলা হয়। সেখান থেকেও স্কুলগুলো খুব কাছে। ওই ককটেল হামলার ভিডিওতে দেখা যায় মেয়েকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন এক বাবা, সেই সময়েই বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে।
নিউজবাংলাদেশ.কম/এনডি








