মালদ্বীপে একই দিনে বাংলাদেশের শোচনীয় দুই হার
বালক দলের পরপরই মাঠে নামে বাংলাদেশের বালিকা দল। প্রতিপক্ষ ছিল স্বাগতিক মালদ্বীপ। এবারও একই পরিণতি-মালদ্বীপ ১০৪ পয়েন্ট তুললেও বাংলাদেশ থেমে যায় মাত্র ১৭ পয়েন্টে। ৮৭ পয়েন্টের ব্যবধানের এই হারও ছিল চরম হতাশার।