আইসিসির র্যাংকিংয়ে দ্বিতীয় মিরাজ, মোস্তাফিজ নবম
নতুন এই র্যাংকিংয়ে মিরাজ তিন ধাপ এগিয়েছেন। যেখানে প্রথম ম্যাচে ৩০ রানে ৪ উইকেট ও দ্বিতীয় ওয়ানডেতে ২৮ রানে ৩টি উইকেট নেন। এর আগে ২০০৯ সালে টাইগার স্পিনার সাকিব আল হাসান শীর্ষ ও ২০১০ সালে আব্দুর রাজ্জাক শীর্ষ দুই নাম্বার বোলার হয়েছিলেন। বাংলাদেশি বোলারদের মধ্যে পেসার মোস্তাফিজুর রহমানেরও বেশ উন্নতি হয়েছে।
বুধবার, ২৬ মে ২০২১, ১৭:২২
তৃতীয় ওয়ানডের দলে নাঈম শেখ
টানা দুই ম্যাচ ব্যর্থতায় শেষ ম্যাচে লিটন দাসের বদলে তাকেই একাদশে রাখা হবে। কারণ সবশেষ ৮ ইনিংস মিলিয়ে লিটনের রান মাত্র ১০১। চলতি সিরিজের দুই দুই ওয়ানডের একটিতে শূন্য রান করার পর দ্বিতীয়টিতে করেছেন ২৫ রান। এর আগে বাংলাদেশের জার্সিতে ৯টি টি-টোয়েন্টি খেলা নাঈম শেখের গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল।
বুধবার, ২৬ মে ২০২১, ১৭:১৫
ধারাবাহিক ব্যর্থ লিটন-মোসাদ্দেকদের শিখতে বললেন মুশফিক
লঙ্কানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের আশা নিয়েই মাঠে নেমেছিলেন মুশফিকুর রহিম। দলের বিপদে সতীর্থরা ব্যর্থ। সেই হতাশার কথা শোনা গেল মুশফিকুর রহিমের কণ্ঠে। অভিজ্ঞ এই ক্রিকেটারের চাওয়া, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেনের মতো ক্রিকেটাররা যেন ভুল থেকে দ্রুত শিখতে পারেন।
বুধবার, ২৬ মে ২০২১, ১০:২৭
সিরিজ জিতে তামিমের আক্ষেপ
সিরিজের প্রথম ম্যাচে লড়াই জমেছিল বেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতল আরও বড় ব্যবধানে। টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়। সেই জয়ে খুশি থাকলেও পুরোপুরি তৃপ্তি নেই ক্যাপ্টেন তামিম ইকবালের। বাংলাদেশ অধিনায়কের আক্ষেপ, ‘পারফেক্ট’ ম্যাচ এখনও খেলতে পারল না দল।
বুধবার, ২৬ মে ২০২১, ১০:০১
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সিরিজ জয়ে রেকর্ড
ঐতিহাসিক এই সিরিজ জয়ের মধ্যদিয়ে আইসিসি সুপার লিগে ৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন টাইগাররা। আইসিসি সুপার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষ আটে থাকা দলগুলো আগামী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। এই তালিকায় ৯ ম্যাচ ৪০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় স্থানে আছে
মঙ্গলবার, ২৫ মে ২০২১, ২২:২১
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ১০টি টি-টোয়েন্টি খেলবে টাইগারর
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ে সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের কারণে টেস্ট কমাতে হচ্ছে বিসিবিকে। ৩১ মে প্রিমিয়ার লিগ শুরু হয়ে ২৪ জুন শেষ হওয়ার কথা। এরপর কয়েক দিন বিশ্রামের পর আগামী ২৯ জুন জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল। খসড়া সূচি অনুযায়ী কোয়ারেন্টিন ও প্রস্তুতি ম্যাচ শেষে ৭ জুলাই সফরের প্রথম ও একমাত্র টেস্টটি শুরু বুলাওয়েতে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তিনটি টি–টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।
মঙ্গলবার, ২৫ মে ২০২১, ২১:৫০
শঙ্কা মুক্ত সাইফউদ্দিন তবু থাকবে পর্যবেক্ষণে
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী মাথায় আঘাত লাগার কারণে কনকাসন সাব করা হয় সাইফউদ্দিনকে। ফলে তার জায়গায় বোলিংয়ের জন্য নামানো হয় ডানহাতি পেসার তাসকিন আহমেদকে। আর সতর্কতাস্বরুপ সাইফউদ্দিনকে নিয়ে যাওয়া হয় মাথার স্ক্যান করানোর জন্য। রাজধানী এভারকেয়ার হাসপাতালে সাইফউদ্দিনকে স্ক্যান করাতে নেয়ার খবরে দেখা দেয় শঙ্কা।
মঙ্গলবার, ২৫ মে ২০২১, ২০:৩৮
শ্রীলঙ্কার লক্ষ্য ২৪৭
এর আগে বিপর্যয়ের মুখে একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যানের এটি অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। মুশফিক তার সেঞ্চুরির ইনিংসটি মাত্র ৬ চারে সাজিয়েছেন। বল খেলেছেন ১১৪টি। অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে নিজেকে অনেকটা সময় খোলসে গুটিয়ে রাখেন তিনি। মনোযোগ দেন স্ট্রাইক বদলের দিকে। ফলে উইকেট হারালেও খুব বেশি বিপর্যয়ে পড়তে হয়নি বাংলাদেশকে। শেষ ব্যাটসম্যান হিসেবে মুশফিক বিদায়ের পর ১২৫ রান করেন। তার ইনিংসে ১২৭ বলে ১০ বাউন্ডারিতে এই রান করেন তিনি।
মঙ্গলবার, ২৫ মে ২০২১, ১৮:২৩
ঘুর্ণিঝড় ইয়াস থামাতে পারেনি মুশফিকের সেঞ্চুরি!
সিরিজ জয়ের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং শুরু করলে বাংলাদেশের ইনিংসের ৪১.১ ওভারে খেলা বন্ধ হয়ে যায়। তার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৯৬ রান। ২০ মিনিট পর আবার খেলা শুরু হয়েছিল। মুশফিকুর রহিম হাত খুলে তিন অংকের খুব কাছে চলে যান। যখন ৪ রান বাকি, তখন ফের আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। ফের বন্ধ হয় খেলা। ৪৩.৩ ওভারে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২১৩। মুশফিক অপরাজিত আছেন ১১১ বলে ৯৬* রানে।
মঙ্গলবার, ২৫ মে ২০২১, ১৭:৫১
শরিফুলের অভিষেক ম্যাচে টজ জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মঙ্গলবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। এর আগে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
মঙ্গলবার, ২৫ মে ২০২১, ১২:৪২
জেদ থেকেই এই পারফরমেন্স: সাইফউদ্দিন
বোলিংয়ে মোস্তাফিজের (২০ উইকেট) পর বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট তার (১৩ উইকেট)। বিশ্বকাপের পর ইনজুরি ভুগিয়েছে তাকে।ইনজুরির কারণে বিশ্বকাপ পরবর্তী শ্রীলংকা সফর মিস করেছেন। সাম্প্রতিক সিরিজগুলোতে অনিয়মিত হয়ে পড়েছিলেন এই পেস বোলিং অল রাউন্ডার।
সোমবার, ২৪ মে ২০২১, ২০:৩৩
অনন্য মাইলফলকের হাতছানি টাইগারদের
ওয়ানডে ক্রিকেটে এই সুযোগ তাদের সামনে আগেও এসেছে। ২০০২ সাল থেকে এই সিরিজের আগ পর্যন্ত দেশে বিদেশে দুই দল মোট ৮টি সিরিজ খেলেছে। যেখানে ৬ সিরিজেই জয়ের উল্লাসে ভেসে মাঠ ছেড়েছে লংকানরা। বাকি দুটি সিরিজ হয়েছে ড্র। ২০১৩ সালের মার্চে লংকায় তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে গিয়েছিল সফরকারি বাংলাদেশ।
সোমবার, ২৪ মে ২০২১, ১৯:৩২
এখনও অনেক কাজ বাকি: তামিম
ফলে ওয়ানডে সুপার লিগে পয়েন্ট বেড়ে হয়েছে ৪০। সম্ভাবনা উজ্জ্বল হয়েছে টেবিলের শীর্ষে ওঠার।
সোমবার, ২৪ মে ২০২১, ১১:০৬
অসাধারণ বোলিং সাফল্যের রহস্য জানালেন মিরাজ
তাতে ৩৩ রানের জয়ে সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। মিরাজ ১০ ওভারে ৩০ রানে একাই শিকার করেন চার উইকেট।
সোমবার, ২৪ মে ২০২১, ১১:০২
জয় দিয়েই শ্রীলঙ্কা সিরিজ শুরু টাইগারদের
টাইগারদের দেয়া লো স্কোর ২৫৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২২৪ রানে অলআউট হয় লঙ্কানদের ইনিংস। দলীয় ৩০ রানে মিরাজের আঘাতে প্রথম উইকেটে হারায়। এরপর মিরাজের সাথে মোস্তাফিজের অসাধারণ বোলিংয়ে দলীয় ২৩.১ ওভারে ১০২ রানে ৬ উইকেটে হারিয়ে চরম ব্যাটিং বিপদে পড়ে দলটি। ওপেনার কুশল পেরেরা (অধিনায়ক) ৩০, দানুশকা গুনাথিকালা ২১ ও কুশল মেন্ডিস সর্বোচ্চ ২৪ রান করে ফেরেন।
রোববার, ২৩ মে ২০২১, ২১:২২
মুশফিকুরের রিভার্স সুইপ আর লিটনের ওপেনিং ব্যাট ভালো লাগেনা পাপনের
দলের সাফল্য ও ছোট ছোট ভুল-ত্রুটি নিয়ে অনেক কথাই বলেছেন বিসিবি বস। যেমন,‘তামিম কেন সেঞ্চুরি করতে পারছে না, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, সিনিয়র সাকিব। এদের নিয়ে আমি কমেন্ট করতে চাই না এখন, এ কারণে একটা জিনিস হচ্ছে আমি খালি মনে করি তামিম এ কোভিড সিসুয়েশনে কয়েকটা সেঞ্চুরি হাঁকাতে পারতো! এর মাঝে আজকে আমি নিশ্চিত ছিলাম যে ধরনের কন্ডিশন তাতে করে তামিমের জন্য এটা তো আইডিয়াল হওয়ার কথা।`
রোববার, ২৩ মে ২০২১, ২১:১৮