News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৩, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আবুধাবিতে বাংলাদেশের মুখোমুখি লঙ্কা

আবুধাবিতে বাংলাদেশের মুখোমুখি লঙ্কা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের পঞ্চম ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ আজ লঙ্কানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করতে চায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কা দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের খেলোয়াড় তানজিম হাসান সাকিব বলেছেন, আমাদের এপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমি জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কায় সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।

বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে। তাসকিন আহমেদের জায়গায় মাঠে নামেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এর আগে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জিতেছিল তিন ম্যাচের টি২০ সিরিজ ২-১ ব্যবধানে। এছাড়া ২০২৪ সালের টি২০ বিশ্বকাপেও শ্রীলঙ্কার বিপক্ষে বিজয়ী হয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দুই দলের সমপরিমাণ প্রতিদ্বন্দ্বিতা থাকলেও গত এক দশকে দুই দলই সমান ৮টি করে ম্যাচ জিতেছে।

আরও পড়ুন: এশিয়া কাপে দাপুটে জয়ে বাংলাদেশের শুরু

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা।

ম্যাচের শুরুতে বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে বড় ধাক্কা খায়। ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন উভয়েই প্রথম দুই ওভারের মধ্যে সাজঘরে ফেরেন। শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা এবং দুশমান্থা চামিরা এই দুই ওভারে মেইডেন বোলিং করেছেন।

শুরুর এই ধাক্কা সামলে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস এবং তাওহীদ হৃদয় উইকেটে রয়েছেন, এবং দলের রান খাতা খুলে সুপার ফোর নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন।

এভাবে, আজকের ম্যাচে শক্তিমত্তায় সমান দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করার জন্য কঠিন পরীক্ষা সামলাতে নামেছে। আগের সিরিজের স্মৃতি ও সাম্প্রতিক জয় টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়