News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সীমান্ত পথে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ রোধে বিজিবির জরুরি বার্তা

সীমান্ত পথে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ রোধে বিজিবির জরুরি বার্তা

ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিছু অসাধুচক্র অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অবস্থায় সীমান্তে নজরদারি জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সংস্থার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন মাসে বিজিবি বিভিন্ন অভিযানে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩ রাউন্ড গুলি জব্দ করেছে।

তিনি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: তরুণদের নেতৃত্বে দেশ উন্নয়নের আহ্বান প্রধান উপদেষ্টার

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিজিবি জানিয়েছে, এ বিষয়ে যোগাযোগের জন্য টোল ফ্রি নাম্বার ০১৭৬৯৬০০৫৫৫ চালু রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়