News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ৪ ডিসেম্বর ২০২৫

‘অন্তর্বর্তী সরকার বৈধ, সংসদের অনুমোদন প্রয়োজন নেই’

‘অন্তর্বর্তী সরকার বৈধ, সংসদের অনুমোদন প্রয়োজন নেই’

ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী সরকার গঠন বৈধতার রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখে আদেশ দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট কোনো আইন পাস করার নির্দেশ দিতে পারে না। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণের অধিকারকে নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গণঅভ্যুত্থানের বৈধতা বা অবৈধতার কোনো প্রশ্ন নেই। অন্তর্বর্তী সরকার জনগণের সরকার; বিজয়ী জনতা যেভাবে সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী সরকার গঠন হবে। বিপ্লবী সরকার সেকারণে প্রশ্নের মুখে পড়বে না।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করল আপিল বিভাগ

তিনি আরও জানান, অভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি বসে অন্তর্বর্তী সরকার গঠনে মতামত প্রদান করেছিলেন। রাষ্ট্রপতি মতামত নিতে পাঠালে তখনকার আপিল বিভাগ তা কার্যকর করেছেন। 

অ্যাটর্নি জেনারেল স্পষ্ট করেছেন, এটি কোনো শুনানি বা জাজমেন্ট নয়।

মো. আসাদুজ্জামান আরও যোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদনের প্রয়োজন নেই।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়