আগামী সপ্তাহে কার্যক্রম শুরু করছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ফাইল ছবি
দেশের পাঁচটি শরিয়াভিত্তিক ইসলামি ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আগামী সপ্তাহ থেকেই গ্রাহকরা নতুন নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ পরিচয়ে টাকা উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য সারাদেশে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সব সাইনবোর্ড পরিবর্তনের কাজ আগে সম্পন্ন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন একীভূত ব্যাংকের প্রাথমিক কার্যক্রম দ্রুত এগোচ্ছে এবং গ্রাহকরা খুব শিগগিরই নিয়মিত লেনদেনের সুযোগ পেতে যাচ্ছেন। এরই মধ্যে গ্রাহকদের আমানত নিরাপদ রাখতে বাংলাদেশ ব্যাংক বিশেষ কর্মসূচি নেওয়ার প্রস্তুতি শেষ করেছে, যার আওতায় প্রথম ধাপে আমানত বিমা তহবিল থেকে প্রতি আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কেবল একটি হিসাব থেকে আপাতত এই টাকা উত্তোলন করা যাবে এবং সুবিধাটি শুধু ব্যক্তিগত আমানতকারীদের জন্য প্রযোজ্য হবে।
গত রবিবার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় একীভূত প্রতিষ্ঠানের নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ হিসেবে অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. আইয়ুব মিয়া
এই নতুন ব্যাংকটি সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—কে অধিগ্রহণের মাধ্যমে গঠিত হচ্ছে। একীভূত ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিলের সেনা কল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে।
নতুন ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। সরকারের বরাদ্দকৃত ২০ হাজার কোটি টাকা ইতোমধ্যে ছাড়ও করা হয়েছে, ফলে একীভূতকরণের জন্য আর কোনো প্রশাসনিক বাধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বর্তমানে স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিব নিয়োগ প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে পাঁচ ব্যাংকেই এক পরিচয়পত্রে একাধিক হিসাব রাখার ঘটনা, এমনকি পরিচয়পত্র ছাড়াই হিসাব পরিচালনার অসঙ্গতিও পাওয়া গেছে। এই কারণে প্রথম ধাপে শুধুমাত্র পরিচয়পত্র–যুক্ত একটি হিসাব থেকেই দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ থাকছে এবং পরবর্তী পর্যায়ে বড় অঙ্কের অর্থ উত্তোলনের পথ খুলে দেওয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সব শাখায় একইসাথে টাকা দেওয়া শুরু করা হবে না; বরং ধাপে ধাপে প্রতিদিন ভিন্ন ভিন্ন শাখায় লেনদেন চালু করা হবে, যাতে গ্রাহকদের অনাকাঙ্ক্ষিত ভিড় বা আতঙ্ক সৃষ্টির সুযোগ না থাকে।
তিনি আশ্বস্ত করেন, সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ এবং কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণের প্রতিটি ধাপ নিশ্চিতভাবে পরিচালনা করছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








