News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১০, ৩ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্তি এড়াতে অনুরোধ

এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্তি এড়াতে অনুরোধ

ফাইল ছবি

বিশেষ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে বাংলাদেশের সেনাবাহিনী ও বিমান বাহিনী আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে পরীক্ষামূলক উদ্দেশ্যে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। 

একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলো জনগণকে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়াতে না জানানোর অনুরোধ জানিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যক্রমটি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: ইসির জরুরি বিজ্ঞপ্তি: নির্বাচন ও গণভোট একসাথে

এতে অনুরোধ করা হয়েছে যে, জনসাধারণ ও মিডিয়া কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করুক। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ ও প্রেস উইং উভয় মাধ্যমেই জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে যে, এসএসএফ-এর নিরাপত্তা প্রটোকল অনুসারে আগামী ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ সংক্রান্ত তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রচারিত একটি বার্তায় প্রকাশ করা হয়।

একই বার্তায় বলা হয়েছে যে, এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়