News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৩, ১ ডিসেম্বর ২০২৫

বিশ্বজয়ের পর দেশেই প্রিমিয়ার হচ্ছে চা-শ্রমিক জীবনের গল্প ‘নিশি’

বিশ্বজয়ের পর দেশেই প্রিমিয়ার হচ্ছে চা-শ্রমিক জীবনের গল্প ‘নিশি’

ছবি: সংগৃহীত

বিশ্বমঞ্চে সাফল্যের পর এবার বাংলাদেশের দর্শকদের সামনে প্রিমিয়ার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড জয়ী প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘নিশি’। প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, ছবিটির প্রথম দেশীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৩টায়, ঢাকার জার্মান কালচারাল সেন্টারে।

গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ‘নিশি’-তে দেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা পানির সংকট এবং সেই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের বাস্তবতা উঠে এসেছে।

প্রিমিয়ার নিয়ে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি যাচ্ছে, পুরস্কারও পাচ্ছে। তবে বাংলাদেশের দর্শকদের সামনে দেখানোই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ। অনেকেই ব্যক্তিগতভাবে ছবিটি দেখতে চেয়েছিলেন, তাদের জন্য এটি বিশেষ সুযোগ।”

চলচ্চিত্রের গল্পে দেখা যায়, একটি চা-শ্রমিক পরিবারের কন্যা নিশি পানির সংকটের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারে না। এ সুযোগে স্থানীয় এক কাঠ ব্যবসায়ী টিউবওয়েলের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়- যা গল্পের মূল দ্বন্দ্বকে সামনে আনে।

সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় ছবিটির শুটিং হয়েছে। অভিনয় করেছেন চা-শ্রমিক পরিবারের সদস্য নিশি, বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। চলচ্চিত্রটির চূড়ান্ত সম্পাদনা, কালার গ্রেডিং ও সাউন্ড ডিজাইন হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণ করেছেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।

আরও পড়ুন: কাশবনে ‘অন্তরঙ্গ মুহূর্তে’ আরিফিন শুভ-ঐশী, ভাইরাল ভিডিও দৃশ্য

ছবিটি তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকা’র উল্লেখযোগ্য সহযোগিতায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়