News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২১, ২৪ নভেম্বর ২০২৫

ফের প্রেমে বাঁধন, শিগগিরই জানাবেন কে সেই বিশেষ মানুষ

ফের প্রেমে বাঁধন, শিগগিরই জানাবেন কে সেই বিশেষ মানুষ

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

দেশের শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানিয়েছেন, তিনি আবারও প্রেমের সম্পর্কে আছেন এবং খুব শিগগিরই সেই প্রেমের কথা প্রকাশ্যে জানাবেন।

প্রায় ১১ বছর আগে মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিচ্ছেদের পর একাই জীবনযাপন করে আসছেন বাঁধন। একটি কন্যাসন্তানের মা এই অভিনেত্রী বিচ্ছেদের পর আর বিয়ে করেননি। এরমধ্যে চার বছর দীর্ঘ একটি প্রেমের সম্পর্কে ছিলেন তিনি, যা গত বছরের শুরুর দিকে ভেঙে যায়। একই বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থান ও দেশের সার্বিক অস্থিরতা- সব মিলিয়ে তিনি মানসিকভাবে কঠিন সময় পার করেছিলেন।

সেই সময়ের কথা স্মরণ করে বাঁধন বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে চলমান পরিস্থিতি আর আমার ব্রেকআপ- সব মিলে জীবন একদম অন্যরকম হয়ে গিয়েছিল।'

বর্তমানে তিনি মেয়েকে নিয়ে মিরপুরে মা-বাবার সঙ্গে থাকেন। পরিবার থেকেও বিয়ে নিয়ে কোনো চাপ নেই বলে জানান অভিনেত্রী।

মানসিক ট্রমা কাটিয়ে এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছেন বলে উল্লেখ করেন বাঁধন। তিনি বলেন, 'আমি এখন কাজ, জীবন, সন্তান-সবকিছু নিয়ে দারুণ একটা সময় কাটাচ্ছি। আমার মা-বাবা, ভাইদের সঙ্গে সম্পর্ক অনেক সুন্দর।'

আরও পড়ুন: জামদানিতে স্নিগ্ধ রূপে বুবলী, মুগ্ধ নেটিজেনরা

তিনি আরও বলেন, 'প্রেম সুন্দর। আমি প্রেমে থাকতে চাই। সম্পর্কটাকে যত্ন করতে হবে। খুব শিগগিরই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনবো।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়