News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ২৪ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনে ভোট দিতে ১৮ হাজার প্রবাসীর নিবন্ধন

জাতীয় নির্বাচনে ভোট দিতে ১৮ হাজার প্রবাসীর নিবন্ধন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে থাকা ১৭ হাজার ৯ শতাধিক বাংলাদেশি ভোটার ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। 

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্যমতে, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা অ্যাপের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করছেন। রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চল থেকে ১৭ হাজার ৯০৭ জন নিবন্ধন সম্পন্ন করেন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন এবং নারী ১ হাজার ৫৫২ জন।

দেশভিত্তিক সংখ্যায় দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি ৭ হাজার ৭৬৮ জন নিবন্ধন করেছেন। এরপর জাপানে ৪ হাজার ৬০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ২ হাজার ৩১১ জন এবং চীনে ১ হাজার ২৮৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই দিন ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ২৪–২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া, ২১ নভেম্বর–৩ ডিসেম্বর ইউরোপ, ৪–৮ ডিসেম্বর সৌদি আরব, ৯–১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪–১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের (সৌদি ছাড়া অন্যান্য দেশ) ভোটাররা নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন: মুফতি কাসেমী গ্রেফতার

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটদান প্রক্রিয়া (ওসিভি) চালু হওয়া দেশের নির্বাচনি ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি আইসিপিভি মাধ্যমে দেশে প্রায় ১০ লাখ ভোটারকেও পোস্টাল ভোট সুবিধার আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন- উভয়ই নির্বাচন কমিশনের জন্য বড় দায়িত্ব হলেও প্রস্তুতি সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়