News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৩, ২৩ নভেম্বর ২০২৫

মুফতি কাসেমী গ্রেফতার

মুফতি কাসেমী গ্রেফতার

ছবি: সংগৃহীত

শরিয়াহভিত্তিক বিয়ের প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার আটিবাজার থেকে তাকে আটক করা হয়। 

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক জানান, কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারভীন থানায় মামলা করলে গ্রেফতারি কার্যক্রম সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

সাম্প্রতিক অভিযোগে জানা যায়, কাসেমীকে তার তৃতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুতর অভিযোগ এনেছেন। ১৬ অক্টোবর ওই নারী ‘তামান্না হাতুন’ নামের ফেসবুক আইডিতে লিখেছেন, এক বছর ধরে কাসেমীর সঙ্গে মৌখিকভাবে বিয়ে করে সংসার করেছেন। অভিযোগ অনুযায়ী, আইডিয়াল ম্যারেজ ব্যুরোর আড়ালে স্বল্পমেয়াদে ধনী ব্যক্তিদের সঙ্গে নারীদের বিয়ে দেওয়ার নামে প্রতারণা করা হতো এবং সম্পর্ক ভেঙে দেওয়া হতো।

নারীটি আরও দাবি করেন, তালাকের পরও শারীরিকভাবে বাধ্য করা ও জোরপূর্বক গর্ভপাত করানো হয়েছিল, এবং কাসেমী পরে নতুন করে নাবালিকা এক মেয়েকে বিয়ে করেছেন। এই অভিযোগে তিনি ১৪ অক্টোবর মামলা করেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

পুলিশ এখন অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চালাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়