জামদানিতে স্নিগ্ধ রূপে বুবলী, মুগ্ধ নেটিজেনরা
শবনম বুবলী | ছবি: ফেসবুক থেকে নেওয়া
ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও ধরা দিলেন ভিন্ন আঙ্গিকে। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি পুরোপুরি অভিনয়ে মনোযোগী। নিয়মিত কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় বুবলী। সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা তার এক ঝলক ছবি নেটিজেনদের দারুণভাবে আকৃষ্ট করেছে।
ছবিগুলোতে দেখা যায়, ছাদবাগানে বাগানবিলাস ফুলের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। পরনে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, খোলা চুল, কপালে ছোট টিপ; কানে ঝুমকা আর ঠোঁটে মিষ্টি হাসি, সব মিলিয়ে যেন আধুনিক রূপে এক নিখাদ বাঙালি কন্যা।
নিজের জামদানি ভালোবাসার কথাও জানিয়েছেন বুবলী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জামদানি শাড়ি শুধু কাপড় নয়, এটা আমাদের ঐতিহ্যের গল্প।’
আরও পড়ুন: মনটা ভারতে, আমি আমেরিকায়: মাহিয়া মাহি
পোস্টটি প্রকাশের পর ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্য বিভাগ। কেউ লিখেছেন, “শাড়িতে আপনাকে অসম্ভব সুন্দর লাগে।” আরেকজনের মন্তব্য, “মাশাআল্লাহ! খুব সুন্দর লাগছে বুবলী আপুকে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








