News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ২১ নভেম্বর ২০২৫

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবন দুলে ওঠে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। কেন্দ্রস্থল ছিল নরসিংদী এলাকায়।

হঠাৎ ঝাঁকুনি অনুভূত হলে ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর-বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

আরও পড়ুন: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

পার্শ্ববর্তী দেশ ভারতেও এর প্রভাব পড়ে। এনডিটিভির খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকাতেও ভূমিকম্পটি টের পাওয়া যায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়