News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১২, ১৯ নভেম্বর ২০২৫

জাপানে এক রাতে ১৭০ ভবনে আগুন

জাপানে এক রাতে ১৭০ ভবনে আগুন

ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর ওইতায় একটি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মঙ্গলবার রাতভর আগুন জ্বলতে থাকে এবং ১৭০টিরও বেশি ভবন পুড়ে ছারখার হয়। এতে ৩০০টিরও বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার (১৯ নভেম্বর) সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাপানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থার বরাতে সংবাদমধ্যমটি জানিয়েছে, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলায় আগুন লাগার পর ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে একজন নিখোঁজ রয়েছেন, তবে ১৭৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে।

ফুটেজে দেখা গেছে, শহরের আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ধোঁয়ার ঘন কুণ্ডলী উপরের দিকে উঠছে।

আরও পড়ুন: লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৩

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানো হয়েছে। আঞ্চলিক সরকারও জানিয়েছে, গভর্নর সম্ভাব্য সহায়তার জন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন।

 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়