News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৭, ১৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৭, ১৭ নভেম্বর ২০২৫

ট্রাইব্যুনালে বিচার স্বচ্ছ, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

ট্রাইব্যুনালে বিচার স্বচ্ছ, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

মো. আমির হোসেন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার স্বচ্ছভাবে হয়েছে, তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালাস পেলে সবচেয়ে খুশি হতেন বলে মন্তব্য করেছেন তাঁর পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির হোসেন। 

তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে। তবে রায়ে শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম। আমি আমার মক্কেলের খালাস চাই। এটা স্বাভাবিক, প্রত্যেকেই চাইবে।”

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, “আমি চেষ্টা করিনি এবং উনারাও আমার সঙ্গে কোনো যোগাযোগ বা সহায়তা করেননি। আইনগতভাবে এর কোনো বিধানও নেই।”

আরও পড়ুন: শেখ হাসিনার রায় ঘিরে আদালতপাড়া এলাকায় কড়াকড়ি নিরাপত্তা

রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন-এর প্রসঙ্গে তিনি বলেন, “উনি আমার মক্কেল নন। তাঁর বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমি শুধুমাত্র যাদের পক্ষে মামলা লড়ি, তাদের পক্ষেই বলব।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়