News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ১৫ নভেম্বর ২০২৫

আবার নির্বাচন করতে পারব ভাবিনি: বাবর

আবার নির্বাচন করতে পারব ভাবিনি: বাবর

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নিজ এলাকায় নির্বাচন করার সুযোগ পাবেন- এমনটা কখনো ভাবেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নেত্রকোনায় আসার পথে সদর উপজেলার চল্লিশা এলাকায় নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাবর বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর মুক্ত হয়ে আবারো নির্বাচন করতে পারব- এটি কখনো ভাবিনি। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার দল, নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞ। তারা আবারও ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।’

নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে এলাকায় ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা। দুপুর থেকেই তারা চল্লিশা এলাকায় অপেক্ষা করে সীমান্ত সড়কের ফটকে বাবরকে সংবর্ধনা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর আজই প্রথম নিজ এলাকায় ফিরলাম। নেত্রকোনার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে- তাদের এই ঋণ আমি কখনো ভুলব না। আমি সারাজীবন তাদের জন্য কাজ করার চেষ্টা করব।’

হাওর এলাকার মানুষ তাকে আবারও মন্ত্রী হিসেবে দেখতে চান- এমন প্রশ্নে বাবর বলেন, ‘পূর্বে আল্লাহর ইচ্ছা ও নেত্রী-নেতার সিদ্ধান্তেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতের বিষয়ও আল্লাহ, আমার নেত্রী ও নেতাই ঠিক করবেন।’

আরও পড়ুন: ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে জনগণ: আমীর খসরু

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নিয়ে আমাদের মহাসচিব ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যকে দল থেকেও সাধুবাদ জানানো হয়েছে। আমিও তাকে সাধুবাদ জানাই।’

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়