পরকীয়ার জেরে বন্ধুর হাতে খুন আশরাফুল, দুই আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত
জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) দুই ড্রামে ভরা ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি জারেজুল ইসলাম এবং তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং র্যাব-৩।
ডিবি জানায়, আশরাফুল হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জারেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অন্যদিকে র্যাব-৩ জানায়, মরদেহ খণ্ড-বিখণ্ড করে গায়েবের চেষ্টা করার মামলায় জারেজুলের প্রেমিকা শামীমাকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: ভোলাবাসীর বিক্ষোভে অবরুদ্ধ তিন উপদেষ্টা, পদত্যাগের দাবি
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি অবস্থায় আশরাফুল হকের ২৬ খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শুক্রবার নিহতের পরিবার জারেজুল ইসলামকে একমাত্র আসামি করে শাহবাগ থানায় মামলা করে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








