তেজগাঁও স্টেশনে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন, দুজন আটক
ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে থেমে থাকা একটি পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, তেজগাঁও স্টেশনের আউটার লাইনে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি কোচে কয়েকজন যুবক আগুন দেয়। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে রেলওয়ে স্টাফ ও পুলিশ অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পালানোর সময় দুজনকে আটক করা হয়।
আটক দুজনের নাম–পরিচয় পরে জানা যায়—জাকির (৫১) ও মোরশেদ (২০)। ওসি জয়নাল বলেন, তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে কোচের দুটি সিট আংশিক পুড়ে গেছে।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল।
তিনি জানান, রেলওয়ের নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বলেন, বুধবার রাত পৌনে ১০টার দিকে ঘটনাটি ঘটে। আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আরও পড়ুন: ধোলাইপাড়ে বাসে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তেজগাঁও স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি খালি কোচে আগুন জ্বলছে।
তেজগাঁও স্টেশনের অগ্নিকাণ্ডের আগে ও পরে রাজধানীর আরও কয়েকটি স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরণ হয়। সেই সময় জুলাই ঐক্যের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। একই রাতে মিরপুরের হারুন মোল্লা কলেজ মাঠে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে, যেখানে আওয়ামী লীগের গুম–খুন ও ফ্যাসিবাদবিরোধী কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন চলছিল।
এর আগে সন্ধ্যায় ধোলাইপাড় এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, রাতেই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে র্যাব।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তিনরাস্তা, রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। উদ্ধার করা বিস্ফোরকগুলো র্যাব হেডকোয়ার্টারের বোম্ব ডিসপোজাল ইউনিট নিস্ক্রিয় করে।
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ঘোষিত বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নাশকতা প্রতিরোধে বুধবার দিনভর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের চেকপোস্টে তল্লাশি চালানো হয়। রাতেও নিরাপত্তা আরও জোরদার থাকবে। মোটরসাইকেল চলাচলে রাখা হয়েছে বাড়তি নজরদারি।
পুলিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে—নাশকতা বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য।
নিউজবাংলাদেশ.কম/পলি








