রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি পিকআপ ভ্যানে হঠাৎ আগুন লেগে যায়।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এটি কোনো নাশকতা নয়; গাড়ির মেরামতকাজের সময় মিস্ত্রির ভুলে ব্যাটারির সংযোগ এক হয়ে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক নিউজবাংলাদেশ-কে জানান, গাড়িটির মেরামতকাজ চলাকালে ব্যাটারির দুটি সংযোগ এক হয়ে গেলে তাতে আগুন ধরে যায়। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিকআপে আগুন লাগে। এটি চীনে তৈরি গাড়ি, যা নষ্ট অবস্থায় ছিল। মেরামতের সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। এতে মিস্ত্রি সামান্য আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার খবর পেয়ে রমনা এলাকায় ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এটি সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনা।
একইদিন সকালে (বুধবার) রাজধানীর উত্তরা জসীমউদ্দিন এলাকায়ও একটি হাইয়েস মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাতেও কেউ হতাহত হয়নি।
একদিনে রাজধানীর দুটি স্থানে পুলিশ ও ব্যক্তিগত গাড়িতে অগ্নিকাণ্ডের এসব ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিলেও, তদন্তে উভয় ক্ষেত্রেই যান্ত্রিক ত্রুটি ও মিস্ত্রির ভুলকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








