সখীপুরে বিদ্যালয় মাঠে বাঁশের হাট, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টিতে পাঠ গ্রহণ করছে ১১০ জন শিক্ষার্থী। বিদ্যালয় প্রতিষ্ঠার আগে থেকেই জমজমাট ছিল কামালিয়া চালা বাজার। পরে বাজার বড় হতে হতে একসময় স্কুল মাঠের ভেতরে ঢুকে পড়ে বাঁশের হাট। প্রথম অবস্থায় অল্প পরিসরে বাঁশ কেনা বেচা হলেও, কালের বিবর্তনে এখন বিশাল বড় হয়ে গেছে বাঁশের হাট। বাঁশের হাট এখন এতটাই বড় হয়ে গেছে যে, কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা পর্যন্ত নেই।