News Bangladesh

ময়মনসিংহ সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৬, ২৮ নভেম্বর ২০২৫

বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে ঢাকা

বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে ঢাকা

ছবি: সংগৃহীত

শুষ্ক আবহাওয়ার কারণে শুক্রবার (২৮ নভেম্বর) দিনে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা। 

শহরটির বাতাসের মানের স্কোর ২৪৫, যা নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। এ সময় সূচকে সবার ওপরে আছে প্রতিবেশী ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ৪৮১। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। 

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ ২ নম্বরে ৪৫৯ স্কোর নিয়ে আছে পাকিস্তানের লাহোর। শীর্ষ ৪ নম্বরে আছে পাকিস্তানের করাচি, স্কোর ১৮৬। এই মানের বাতাসও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। 

আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৫ ডিগ্রিতে
 
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়