News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ২৬ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি: চিকিৎসক

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি: চিকিৎসক

ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বর্তমানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন জানান, “বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন।”

গত সোমবার (২৪ নভেম্বর) চিকিৎসকরা জানান, হৃদরোগসহ ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। হাসপাতালে পৌঁছানোর পর তাকে বিভিন্ন পরীক্ষা ও অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুন: কড়াইল অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়