পঞ্চগড়ে তীব্র শীত, তাপমাত্রা নেমে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস
ছবি: সংগৃহীত
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াসে, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।
ভোরের কনকনে ঠান্ডায় রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। সূর্য ওঠার পর তাপমাত্রা কিছুটা বাড়লেও সকালবেলার শীত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। গত সপ্তাহজুড়ে তাপমাত্রা ১২.৬ থেকে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হয়েছে।
শীত জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। হাসপাতালে বাড়ছে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগের সংখ্যা। সদর হাসপাতালে শিশুকে নিয়ে আসা পূর্ণিমা আক্তার বলেন, 'দিনে গরম, রাতে শীত—এই হেরফের ছোট বাচ্চার জন্য সহ্য করা কঠিন।'
স্থানীয়রা জানান, দিনের বেলায় রোদে শীত কম লাগে, তবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীত অনুভূত হয়। হাড়িভাসা এলাকার কৃষক সোলেমান আলী বলেন, 'সকালে মাঠে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে।' চাকলাহাট এলাকার ভ্যান চালক জরিফুল ইসলাম জানান, ভোরে ঘন কুয়াশা না থাকলেও শীত অত্যধিক, যাত্রীও কম।
তেঁতুলিয়া আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বেড়ে যায়, সকাল হলে সূর্য উঠলে তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। মাসের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা
পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সাইমুজ্জামান জানান, শীতার্ত মানুষের সহায়তায় সরকারিভাবে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলাগুলোতে শীতবস্ত্র বিতরণ চলছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগও অব্যাহত রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








