News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৯, ২৩ নভেম্বর ২০২৫

সার কারখানায় গ্যাসের দাম এক লাফে ১৩ টাকা বৃদ্ধি

সার কারখানায় গ্যাসের দাম এক লাফে ১৩ টাকা বৃদ্ধি

ফাইল ছবি

এক লাফে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ইউনিটপ্রতি ২৯.২৫ টাকা। আগে এই দাম ছিল ১৬ টাকা। অর্থাৎ প্রতি ইউনিটে ১৩ টাকার বেশি বৃদ্ধি করা হলো। 

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এর আগে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো ইউনিটপ্রতি গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। 

সে সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম নির্ধারণে সব দিক বিবেচনায় নিয়ে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বৃদ্ধি পেলে সারের উৎপাদন খরচ বাড়বে -এ নিয়ে জনগণ উদ্বিগ্ন; তাই কৃষিকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে।

তিনি আরও বলেন, ‘জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্য নিরাপত্তা এবং বৃহৎ কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এলএনজি আমদানির ব্যয়ও বিবেচনায় রাখতে হবে।’

আরও পড়ুন: নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার

গণশুনানির দেড় মাস পর অবশেষে বিইআরসি সার কারখানায় ব্যবহৃত গ্যাসের নতুন মূল্য ইউনিটপ্রতি ২৯.২৫ টাকা নির্ধারণ করে চূড়ান্ত ঘোষণা দিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়